মুখের শাল দূর করার উপায় - মুখের সাদাশাল দূর করার উপায়
মুখের শাল দূর করার উপায় সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গাতে এসেছেন। আমাদের অনেকের সৌন্দর্য নষ্ট করে মুখের শাল। মুখের শাল দূর করার উপায় জানা থাকলে আমরা খুব সহজে মুখ থেকে এটিকে দূর করতে পারব। এই আর্টিকেলে মুখের শাল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
আপনি যদি মুখের শাল দূর করার উপায় না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। তাহলে চলুন দেরি না করে মুখের শাল দূর করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ মুখের শাল দূর করার উপায় - মুখের সাদাশাল দূর করার উপায়
- মুখের শাল দূর করার উপায়
- মুখের সাদাশাল দূর করার উপায়
- মুখের শাল সরানোর ঘরোয়া উপায় কি
- মুখের শাল কিভাবে দূর করা যায়
- শেষ কথা
মুখের শাল দূর করার উপায়
আমাদের মুখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস বের হয়। সাধারণত এগুলোর কারণে আমাদের চেহারার সৌন্দর্য অনেকটাই কমে যায়। এখন যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মুখের শাল দূর করার উপায় সম্পর্কে জানতে হবে। কারণ আমাদের অনেকের মুখে শাল দেখা যায়। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি এগুলোকে মুখ থেকে দূর করতে পারবেন।
আরো পড়ুনঃ প্রাকৃতিকভাবে সুন্দর থাকার উপায় - প্রাকৃতিকভাবে সুন্দর থাকার টিপস
মুখের শাল দূর করার উপায় নিচে উল্লেখ করা হলোঃ
- লেবুর রস এবং মধু ব্যবহার
- ডিমের কুসুম এবং জেলোটিন ব্যবহার
- বেকিং সোডা ব্যবহার
- দারুচিনি ব্যবহার
- কমলার খোসা ব্যবহার
লেবুর রস এবং মধু ব্যবহারঃ আমরা সকলে কমবেশি জানি যে লেবুর রস এবং মধু আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ত্বকে যদি কোন ধরনের দাগ তৈরি হয় এই দাগগুলোকে দূর করার জন্য মধু এবং লেবুর রস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুইটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে মুখের মধ্যে যেখানে শাল রয়েছে তার ওপরে লাগাতে হবে।
ডিমের কুসুম এবং জেলোটিন ব্যবহারঃ আপনি যদি আপনার মুখের মধ্যে থাকা শাল দূর করতে চান তাহলে ডিমের কুসুম এবং এর সাথে সামান্য পরিমাণ জেলোটিন ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি হালকা তাপ দিয়ে প্রথমে গরম করে নিতে হবে এরপরে ঠান্ডা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ভালো হবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
বেকিং সোডা ব্যবহারঃ আমাদের ত্বকের যেকোনো ধরনের দাগ দূর করার ক্ষেত্রে বেকিং সোডা কার্যকরী ভূমিকা রাখে। আমাদের মুখের ত্বক থেকে শাল দূর করার জন্য দুই চামচ বেকিং সোডা ও এক চামচ ময়দা ভালোভাবে পানিতে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে এরপরে মিশ্রণটিকে মুখের শাল রয়েছে ওই স্থানে লাগাতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
দারুচিনি ব্যবহারঃ আপনি যদি মধু এবং দারুচিনি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই আপনার মুখের শাল দূর করতে পারবেন। এই দুইটি উপাদান ভালো হবে মিশিয়ে নিয়ে এরপরে আমাদের ত্বকের যে স্থানে শাল রয়েছে সেখানে ভালোভাবে লাগাতে হবে এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বিশেষ করে না রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগাতে হবে।
কমলার খোসা ব্যবহারঃ কমলার খোসা মুখের শাল দূর করার উপায় গুলোর মধ্যে অন্যতম একটি। আপনি যদি খুব সহজেই মুখ থেকে শাল দূর করতে চান তাহলে কমলার খোসা আক্রান্ত স্থানে লাগাতে পারেন। অথবা কমলার খোসা ভালোভাবে রোদে শুকিয়ে এর গোড়া তৈরি করে। কমলার খোসা এবং পরিমাণ মতো দুধ নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে ত্বকে লাগালে উপকারিতা পাওয়া যাবে।
মুখের সাদাশাল দূর করার উপায় - মুখ থেকে সাদা শাল দূর করার সবথেকে ভালো উপায় কী
আমাদের সকলের মুখের ত্বকের নিচে অনেক ফাঁপার নল থাকে সাধারণত যেগুলো দিয়ে ঘাম বের হয়। এই নল গুলোতে যখন ময়লা আবর্জনা জমে যায় তখন এই নল গুলো বন্ধ হয়ে যায়। নল গুলো বন্ধ হয়ে গেলে চর্বি সাদা ও শক্ত পুজোর মতো আকার ধারণ করে। সাধারণ এগুলোকে মুখে সাদা শাল বলা হয়। যাদের এই সমস্যা রয়েছে তারা মুখের সাদাশাল দূর করার উপায় জানতে চাই।
অনেক সময় এগুলোর কারণে আমাদের মুখের সৌন্দর্য হারিয়ে যায়। বিশেষ করে মহিলারা মুখ থেকে সাদা শাল দূর করার সবথেকে ভালো উপায় কী? এ বিষয়ে জানতে চেয়ে google এ এবং ইউটিউবে সার্চ করে। তাদের জানার সুবিধার্থে মুখ থেকে সাদা শাল দূর করার সবথেকে ভালো উপায় কী? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
মুখের সাদাশাল দূর করার উপায় নিচে উল্লেখ করা হলোঃ
- টমেটো ব্যবহার করা যেতে পারে
- দুধ এবং মধুর মাস্ক ব্যবহার
- চিনি ও অলিভ অয়েল ব্যবহার
- কমলার খোসা ও দুধ ব্যবহার
- অ্যালোভেরা ব্যবহার
টমেটো ব্যবহার করা যেতে পারেঃ আমাদের রূপচর্চার জন্য টমেটো অনেক কার্য করে একটি উপাদান। টমেটো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা সাদাশাল দূর করতে বেশ কার্যকরী। এটি ব্যবহার করার জন্য টমেটোর খোসা বাদ দিয়ে দিয়ে ভেতরের নরম অংশটুকু মুখের যে স্থানে সাদা শাল রয়েছে সেখানে ভালোভাবে মাসাজ করতে হবে।
দুধ এবং মধুর মাস্ক ব্যবহারঃ হালকা গরম দুধ এবং মধু একসাথে মিশিয়ে ত্বকের ব্যবহার করলে খুব সহজে মুখ থেকে সাদা শাল দূর করা যায়। আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল মধু। বিভিন্ন ধরনের দাগ দূর করতে এটি ভূমিকা রাখে। তাই মধুর সাথে হালকা গরম দুধ একসাথে মিশিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ করতে হবে।
চিনি ও অলিভ অয়েল ব্যবহারঃ চিনি ও অলিভ অয়েল ব্যবহার করলেও মুখ থেকে সাদা শাল দূর করা যায়। এক চামচ চিনি এবং এর সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালোভাবে নিয়ে টুথব্রাশ এর উপর লাগিয়ে ত্বকের যে স্থানে শাল রয়েছে সেখানে ভালোভাবে লাগাতে হবে। ১০-১৫ মিনিট লাগিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
আরো পড়ুনঃ আপেল গাছের উপকারিতা - আপেল গাছের বৈশিষ্ট্য
কমলার খোসা ও দুধ ব্যবহারঃ আপনার মুখের ত্বক থেকে শাল দূর করার জন্য আপনি কমলার খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কমলার খোসা ভালোভাবে রোদে শুকিয়ে এটিকে গুড়া করে তৈরি করতে হবে। এরপরে কমলার খোসার গুড়া এবং সামান্য কিছু পরিমাণের দুধ ভালো ভাবে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে হবে এবং সে ফেসপ্যাক মুখে লাগাতে হবে।
অ্যালোভেরা ব্যবহারঃ আমরা সকলেই কম বেশি জানি যে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ত্বকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের দাগ দূর করতে এলোভেরা কার্যকরী ভূমিকা রাখে। তাই আপনি যদি ব্রণের দাগ সহ মুখে থাকা শাল দূর করতে চান তাহলে খুব সহজেই এলোভেরা দিয়ে দূর করতে পারেন।
মুখের শাল সরানোর ঘরোয়া উপায় কি
মুখের শাল সরানোর ঘরোয়া উপায় কি? এ সম্পর্কে জানতে চেয়ে অনেকেই গুগলের সার্চ করেছে। আমাদের মুখে যখন শাল বের হয় সাধারণত তখন আমাদের মুখের সৌন্দর্য টা অনেকটাই নষ্ট হয়ে যায়। সঠিক সময় আমাদের মুখের যত্ন না নেওয়ার কারণে মুখে শাল তৈরি হয়। তাই সঠিক সময়ে মুখের যত্ন নিতে হবে। বাইরে থেকে আসার পরে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে।
আপনি যদি আপনার মুখ থেকে শাল দূর করতে চান তাহলে বেশ কিছু উপায় রয়েছে এগুলো অবলম্বন করে আপনি খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। উপরে আমরা মুখ থেকে শাল দূর করার ১০টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এই পদ্ধতি গুলো সবগুলোই ঘরোয়া পদ্ধতি। আপনি বাড়িতেই এই মিশ্রণগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন।
মুখ থেকে শাল দূর করার জন্য লেবু এবং মধু ব্যবহার করতে পারেন। এছাড়া কমলালেবুর খোসা এবং দুধ ব্যবহার করা যেতে পারে। এছাড়া চিনি এবং অলিভ অয়েল ব্যবহার করলেও অনেক উপকারিতা পাওয়া যায়। নিয়ম অনুযায়ী বেকিং সোডা ব্যবহার করলেও মুখ থেকে খুব সহজেই শাল দূর করা যায়। দারুচিনি এবং অ্যালোভেরা ব্যবহার করলেও এর উপকারিতা রয়েছে।
মুখের শাল কিভাবে দূর করা যায়
আপনাদের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা মুখের শাল দূর করার উপায় বিস্তারিত আলোচনা করেছি। তবুও অনেকেই মুখের শাল কিভাবে দূর করা যায়? এই বিষয় সম্পর্কে জানতে চাই। আপনি যদি সঠিক নিয়মে উপরের এ পদ্ধতি গুলো অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনার মুখ থেকে শাল দূর করতে পারবেন। মুখের শাল কিভাবে দূর করা যায় সে বিষয়ে উল্লেখ করা হলো।
বেকিং সোডা লেবুর রস ও কাঁচা দুধ ব্যবহারঃ আপনি যদি মুখের শাল নিয়ে চিন্তিত হন এবং এগুলোকে দূর করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি বাটিতে দুই চামচ বেকিং সোডা নিয়ে নিতে হবে এরপরে এক চামচ লেবুর রস এবং দুই চামচ দুধ নিয়ে নিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করতে হবে এরপর এই মিশ্রণটিকে ভালোভাবে আপনার ত্বকের যে স্থানে শাল রয়েছে সেখানে ব্যবহার করতে হবে।
ডিমের সাদা অংশ এবং মধু ব্যবহারঃ আপনি যদি ডিমের সাদা অংশ এবং এক চামচ মধু ভালো হবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেন এবং এই মিশ্রণটিকে আপনার মুখে ব্যবহার করেন বিশেষ করে যেখানে শাল রয়েছে সেখানে তাহলে খুব সহজে আপনি এর মধ্যে থাকা পুষ্টি উপাদান গুলোর মাধ্যমে এই শাল থেকে মুক্তি পেতে পারবেন।
মুখের শাল দূর করার উপায় - মুখের সাদাশাল দূর করার উপায়ঃ শেষ কথা
মুখের শাল দূর করার উপায়, মুখের সাদাশাল দূর করার উপায়, মুখ থেকে সাদা শাল দূর করার সবথেকে ভালো উপায় কী? মুখের শাল সরানোর ঘরোয়া উপায় কি? মুখের শাল কিভাবে দূর করা যায়? এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি এ সমস্যায় ভুকে থাকেন তাহলে অবশ্যই খুব সহজেই এই পদ্ধতি গুলো অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।
আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের নাম কি
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আর্টিকেল আরো পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারণ আমরা নিয়মিত আমাদের ওয়েব সাইটে এ ধরনের তথ্যমূলক আর্টিকেল প্রকাশ করে থাকি। ২৫৪২৭
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url