পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা - পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি

হঠাৎ করেই দুর্ঘটনাবশত পায়ের জয়েন্ট মচকে যেয়ে পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা পেতে পারেন যা খুবই সমস্যার হয়। আপনি যদি হাঁটাচলা করতে যেয়ে পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা পান তাহলে পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হওয়ার বিষয়ে সাবধান হতে হবে। এই আর্টিকেলে পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 
পায়ের গোড়ালির জয়েন্ট যদি কখনো শক্তভাবে কোন আঘাত পেয়ে বসে তাহলে সেই জয়েন্টের ব্যথাকে নিরসন করা খুব কঠিন হয়ে পড়ে। পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথার জন্যে আপনার গোড়ালির চারপাশে লিগামেন্টগুলি এমনভাবে প্রসারিত হয় যেন তা ছিঁড়ে যায়। পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হলে তার সমাধান করা জরুরি হয়ে যায়।

পেজ সূচিপত্র

জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার লক্ষণ 

পায়ের গোড়ালির জয়েন্টে এক ধরনের লিগামেন্ট রয়েছে যার নাম হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট। গোড়ালির লিগামেন্টের প্রধান লিগামেন্ট এটি। এই লিগামেন্ট যদি কোনো কারণে ছিড়ে যায় তাহলে আপনার হাড় সামনের দিকে পিছলে যেতে পারে না এবং সেই ফিমার হাঁটুর চারিদিকে এই প্রধান লিগামেন্টকে ঘুরতে সাহায্য করে।

আরও পড়ুনঃ দৈনন্দিন জীবনে প্রতিদিন যা করবেন না

যার ফলে হাঁটুতে অনেক বড় ধরনের সমস্যা দেখা দেয়। আপনি পায়ের স্বাভাবিক ব্যবহার করতে পারবেন না। আপনি যদি দৌড়ানো বা কোন স্কেটিং এর সময়ে পড়ে যান তাহলে দুর্ঘটনাবশত পায়ের গোড়ালির জয়েন্ট এর লিগামেন্ট ছেড়ে যেতে পারে। অথবা খেলার সময় আপনার পা যদি কোন কারণে বাঁ দিকে মুড়ে যায় তাহলেও এই লিগামেন্টটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা কেন

আপনার পায়ের গোড়ালিতে জয়েন্টের মধ্যে ব্যথা হওয়ার জন্য কিছু কারণ রয়েছে যদি আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন পায়ের গোড়ালিতে জয়েন্টে কেন ব্যথা পাচ্ছেন। চলুন জেনে নিই পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা কেন হয়।

  • অসাবধানতাবশত যদি কোন আঘাত পেয়ে থাকেন।
  • আপনার পায়ের গোড়ালির জয়েন্টে যদি কোমলতা ভাব হারিয়ে যায়।
  • প্রচন্ড ব্যথা পাওয়ার ফলে আপনার পায়ের গোড়ালির জয়েন্ট যদি ফোলে যায়।
  • পায়ের গোড়ালির জয়েন্ট এর উপরের ত্বকের ভাব যদি বিবর্ণ হয়ে যায়।
  • খেলাধুলার সময় যদি খুব ভালোভাবে আঘাতপ্রাপ্ত হন।
  • বাস থেকে নামতে যেয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যান।
  • উঁচু হিল পড়ে যদি আপনার পায়ের গোড়ালির জয়েন্ট মচকে যায়।
  • যদি আপনি কোন কারনে গর্তে পড়ে যান আর আপনার পায়ের গোড়ালির জয়েন্ট মচকে যায়।
  • আপনার পায়ের গোড়ালির জয়েন্টে যদি অতিরিক্ত ওজন ধরে রাখার ক্ষমতা না থাকে।

গোড়ালির জয়েন্টের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণ

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে যেমন পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি অর্থাৎ আপনার চলাচলের ক্ষেত্রে পায়ের যেহেতু খুব বেশি ব্যবহার হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা দৌড়ানো বা স্কেটিংয়ের সময় হঠাৎ করেই পড়ে যেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কোন ব্যথা পেয়ে ফেলেন। 

খেলার সময় হঠাৎ করেই যদি আপনার পায়ের মচকা টান লাগে অর্থাৎ লিগামেন্ট ছিঁড়ে যায়। এমনকি তখনই আপনার গোড়ালির জয়েন্ট এর লিগামেন্ট যখন ছিড়ে যায় তখন স্পর্শ করলে অনেক ব্যথা পাওয়া যায় এবং ফোলেও যেতে পারে। লিগামেন্ট ছিড়ে যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে যেহেতু আপনার শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে বা বাঁকানো থাকে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক উপায়ে টিউমার যেভাবে ভালো করবেন 

লিগামেন্ট গুলি যখন প্রসারিত হয়ে যায় তখনই সেগুলো আঘাতের মুখোমুখি হয়ে যায় যেমন আপনি যখন দৌড়াবেন তখন হঠাৎ করেই যদি গোড়ালিতে মোচড় খেয়ে উঠেন অথবা গোড়ালিতে একটি লিগামেন্ট হালকা ভাবে ছিঁড়ে গেল। আপনার পায়ের গোড়ালির লিগামেন্ট গুলি ছিঁড়ে যাওয়ার জন্য অনেক বেশি গুরুতর।

একটি কারণ হলো পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা অর্থাৎ যদি আপনি পায়ের গোড়ালির উপর অনেক বেশি চাপ প্রয়োগ করে থাকেন। যারা অনেক বেশি খেলাধুলা করে থাকে যেমন ফুটবল, হকি, বাস্কেটবল ইত্যাদি অনেক বেশি সংবেদনশীল হওয়ায় লিগামেন্টের আঘাতের জন্য পায়ের গোড়ালির জয়েন্টের লিগামেন্ট ছিড়ে যায়।

পায়ের গোড়ালির জয়েন্টে কি ফোলা 

আপনি যখন প্রতিদিন নিয়মিত আপনার সারাদিনের কর্মব্যস্ততা চালিয়ে যেতে থাকেন তখন শরীরের উপরে অনেক বেশি চাপ পড়তে থাকে যা আপনার বেশিরভাগই পায়ের গোড়ালির জয়েন্ট এর উপরে যেয়ে পড়ে। বেশিরভাগ সময় দেখা যায়, আপনি যদি সারাদিনই এসিতে বসে কাজ করতে থাকেন তখন আপনার শরীরে ভিটামিন ডি থ্রি এর অভাব হয়ে যায়। 

যার কারনে পরবর্তীতে আপনার পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা হতে থাকে। আপনার শরীরের ভার সারাদিন যখন আপনার পায়ের গোড়ালি নিতে থাকে তখন হঠাৎ করেই এরকম হতে পারে যে আপনার পায়ের গোড়ালি জয়েন্ট ফোলে যাচ্ছে। অনেক সময় অফিসে যখন আপনি একটানা কাজ করতে থাকেন তখন আপনার পায়ের পাতাও ফোলে যেতে পারে।

বিশেষ করে এটি এডিমা নামের এক ধরনের রোগ রয়েছে যার কারণে এই সমস্যা হয়ে যায়। গর্ভবতী মহিলা এবং বয়স্কদেরও এই সমস্যাটি হতে পারে। তবে আপনার পায়ের গোড়ালির জয়েন্ট যদি কোন আঘাতের কারণে ফোলে যায় তাহলে সেটি কোন এডিমা রোগ নয়। আপনার শরীরের টিস্যু যখন তরল হয়ে যায় তখনই এই এডিমা নামক রোগের সংক্রমণ হয়। 

অনেক সময়, একটানা দাঁড়িয়ে থাকলে দীর্ঘ সময় ধরে পায়ের গোড়ালি ফোলে যেতে পারে। আপনার যদি খুব বেশি লবণ খাওয়ার অভ্যাস থাকে তাহলেও আপনার এই সমস্যা হতে পারে। হার্ট ফেইলিওর, কিডনির সমস্যা ও লিভার ডিজিজের সমস্যা এইগুলো থাকলেও গোড়ালি ফোলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হলে শরীরের রক্ত ঠিকভাবে চলাচল করতে না পারায় পানি জমে যেয়ে পায়ের গোড়ালির জয়েন্টে ফোলে যায়। এই ধরনের সমস্যা হলে আপনাকে লবণ খাওয়া কমিয়ে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।

পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি

আপনারা যারা অনেক বেশি খেলাধুলার সাথে জড়িত আছেন তাদের অনেকের ক্ষেত্রে একটি সমস্যা অনেক বেশি থাকে যেমন আপনাদের পায়ের গোড়ালির জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হয়। এর মধ্যে অনেক ধরনের খেলাধুলাই রয়েছে যা আপনার পায়ের জয়েন্ট মচকে যাওয়ার কারণ। টেনিস, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, এথলেট ইত্যাদি খেলাধুলা করলে ইনজুরি হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই, লিগামেন্ট ছিড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই সময় অতিরিক্ত টান খাওয়ার ফলে আপনার জয়েন্টের লিগামেন্টের উপরে অনেক বেশি চাপ লাগে। এখানে অনেকভাবেই আপনার পায়ের গোড়ালিতে ইনজুরি হতে পারে যেমন অল্প মচকে ছিঁড়ে যায়, মাঝারি বা সম্পূর্ণভাবেও পায়ের জয়েন্ট মচকে গিয়ে ছিড়ে যেতে পারে।

পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা হলে করণীয়

পায়ের গোড়ালির জয়েন্ট যদি অনাকাঙ্ক্ষিত ভাবে মচকে যায় তাহলে ঘরোয়া চিকিৎসা করার পরেও আপনি যদি সেরে উঠতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আপনার সার্জারিও করা লাগতে পারে। 

আপনার পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি, গোড়ালির জয়েন্ট যদি অনেক বেশি ফোলে যায় এবং ব্যথা করে তাহলে প্রথমে আপনাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারে। পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা হলে করণীয় কি হবে তা প্রাথমিকভাবে জেনে নিতে পারেন যেমন,

১। গোড়ালির জয়েন্টে রক্ত প্রবাহের সর্তকতাঃ 
আপনার ভেঙে যাওয়া গোড়ালির জয়েন্টকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে কোন কিছু দিয়ে যখন গোড়ালিকে বাধবেন তখন টাইট করে বাধবেন না। খুব শক্তভাবে কোন কিছু দিয়ে মোড়ানো থেকে বিরত থাকুন কারণ এতে আপনার পায়ের গোড়ালির জয়েন্টে নীল আভা তৈরি হতে পারে এবং অসারতা সৃষ্টি করতে পারে।

২। বরফের সেঁক দিতে হবেঃ 
আপনার পায়ের গোড়ালি আঘাতপ্রাপ্ত হয়ে যদি মচকে যায় তখন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার পায়ের গোড়ালি কোন ভাবে ফোলাভাব সৃষ্টি হলো কিনা। ঠান্ডা বরফের সেঁক দিয়ে আপনার এই ফোলা ভাবটি আপনি কমাতে পারেন। 

বরফের টুকরো একটি কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে গোড়ালির জয়েন্ট এর উপরে দিন। এভাবে কিছুক্ষণ রেখে তারপর সরিয়ে ফেলুন তবে কাপড় ছাড়া সরাসরি কোন বরফ ব্যবহার করবেন না তাতে আপনার কোল্ড বার্ন হওয়ার সম্ভাবনা আছে।

৩। গোড়ালির জয়েন্টকে উঁচুতে রাখাঃ 
আপনার পায়ের গোড়ালির জয়েন্ট মচকে গেলে গোড়ালির ফোলা ভাবকে কমানোর জন্য পায়ের গোড়ালিকে একটি বালিশের উপরে রেখে একটু উঁচু জায়গায় রাখতে পারেন। এই অবস্থায় আপনার পায়ের গোড়ালি বালিশের উপরে রাখার পরেও যদি ফোলা বেশি বেড়ে যায়। 

পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হলে চিকিৎসকের কাছে যেতে হবে। এমনকি যদি আপনি পায়ের উপরে কোনভাবে ভর দিয়ে না রাখতে পারেন সেই ক্ষেত্রেও আপনাকে চিকিৎসকের সাহায্য নিতে হবে।

৪। কম্প্রেশন ব্যান্ডেজ দিয়ে বাধাঃ 
আপনার পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা হলে ঠান্ডা বরফের সেক দিয়ে যাতে ফোলা ভাব কমে যায় সেইজন্য নরম কিছু ব্যবহার করতে পারেন যেমন কম্প্রেশন টাইপের ব্যান্ডেজ অথবা তোলার কোন রোল দিয়ে গোড়ালির আশেপাশে বেধে দিতে হবে। কারণ এটি গোড়ালির ওপরে খুব বেশি চাপ দেয় না।

৫। স্ট্রেচিং ব্যায়াম করাঃ 
আপনি চাইলে যদি আপনার গোড়ালির জয়েন্টে মাঝে মাঝে স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন বিশেষ করে কম্প্রেশন ব্যান্ডেজ ব্যবহার করার পর ফোলা এবং ব্যথা ভাব যখন আস্তে আস্তে কমতে শুরু করবে তখন ধীরে ধীরে আপনি স্ট্রেচিং ব্যায়ামের মাধ্যমে ব্যথাকে কমাতে পারেন।

৬। পায়ের জয়েন্টকে বিশ্রাম দেওয়াঃ 
পায়ের গোড়ালি মচকে যাওয়ার পর সাথে সাথেই আপনাকে নিজেকে বিশ্রামে রাখতে হবে যদি আপনি নিজের পায়ের গোড়ালির ওপর ভার দিয়ে কোন কিছু করতে যান তাহলে আপনার পায়ের গোড়ালির জয়েন্ট এর লিগামেন্ট ছিড়ে যেতে পারে। তাই আপনার পায়ের গোড়ালির জয়েন্টকে যতটুকু সম্ভব বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন।

পায়ের গোড়ালির জয়েন্টের ব্যথা কমানোর উপায়

আপনার পায়ের গোড়ালির জয়েন্টের ব্যথা যদি একবার পান তাহলে পুনরায় আবার সেখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার চলাফেরা করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। তাই আপনাদের পায়ের জয়েন্ট মচকে গিয়ে ইনজুরি হলে পায়ের গোড়ালির জয়েন্টের ব্যথা কমানোর প্রাথমিক ধারণাগুলো অবশ্যই জানা উচিত।

  • ম্যাসাজের মাধ্যমে আপনার পায়ের গোড়ালির জয়েন্টের ব্যথাকে ধীরে ধীরে কমানোর চেষ্টা করতে পারেন।
  • তেল ব্যবহারের মাধ্যমে ম্যাসাজ করলে অনেক সময় ব্যথা অনেকটুকু কমে যায়।
  • আপনি চাইলে মাঝে মাঝে আপনার হাতের সবগুলো আঙ্গুল দিয়ে বারবার ম্যাসাজ করতে পারেন।
  • আপনার বুড়ো আঙ্গুল দিয়ে পায়ের গোড়ালির ব্যথার জায়গায় চাপ দিতে পারেন।
  • রসুনের তেল ব্যবহার করেও পায়ের গোড়ালির জয়েন্টের ম্যাসাজ করতে পারেন যা আপনার ব্যথাকে মুক্তি দিতে পারে।
  • ঠান্ডা বা গরম পানির সেঁক আপনার পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথার স্থানে ব্যবহার করতে পারেন।

উপসংহার

আশা করছি, এই পোস্টে আপনাদের জন্য পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা নিয়ে যে আলোচনা হয়েছে তা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের কাছে বিস্তারিত ভালো লাগে তাহলে আপনার আশেপাশের বন্ধুদের এই ব্যাপারে সচেতন করুন। এই পোস্টের নিচের অংশে মন্তব্য করুন এবং আমাদের সাথেই থাকুন। ২৫২৭৫

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url